না’গঞ্জ সিটির বর্জ্য অপসারণ বন্ধ

পরিচ্ছন্নতাকর্মীদের উপর হামলার পর বর্জ্য অপসরণ কাজ বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 02:35 PM
Updated : 29 Jan 2015, 02:35 PM

বৃহস্পতিবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্বপাশে ফতুল্লার লামাপাড়া এলাকায় এ হামলায় অন্তত ২০ জন আহত হন। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লাবাহী ট্রাকের কাঁচ ভাংচুর করা হয়েছে।

পরিবেশ অদিদপ্তরের জরিমানার পর দুদিন আবর্জনা অপসরণ বন্ধ রেখে বৃহস্পতিবার পুনরায় কাজ করেছিল সিটি কর্তৃপক্ষ।

তবে, কারা এ হামলা চালিয়েছে তা প্রকাশ করেনি সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর মো. আলমগীর হিরণ জানান, লিংক রোডের পাশে ময়লা-আবর্জনা ফেলায় সোমবার পরিবেশ অধিদপ্তর সিটি করপোরেশনকে দুই লাখ টাকা জরিমানা করে।

এ কারণে মঙ্গলবার ও বুধবার নগরীর ময়লা-আবর্জনা অপসারণ বন্ধ রাখা হয়।

কিন্তু নগরবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে বুধবার দুপুরে কাউন্সিলদের এক সভায় বৃহস্পতিবার থেকে আবারও ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে  নতুন ডাম্পিং গ্রাউন্ডের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত আগের জায়গাতেই বর্জ্য অপসারণ করা হবে বলে সিদ্ধান্ত হয় সভায়।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় ময়লাবাহী তিনটি ট্রাক বর্জ্য অপসারণ করতে ডাম্পিং গ্রাউন্ডে গেলে শতাধিক লোক লাঠিসোটা ও রড নিয়ে হামলা চালায়।

তারা ট্রাক থেকে চালক ও পরিচ্ছন্নতাকর্মীদের টেনে-হিঁচড়ে নামায় এবং মারধর করে। হামলায় অন্তত ২০ জন আহত হন।

আহতরা হলেন বাবুল দাস, বাবু দাস, সাচ্চু লাল, শাহীন, সঞ্জিত হোসেন, মানিক, সুজিত, সুজন দাস, সুমন, আবুল হোসেন, মজিবর, হাসু, বিল্লাল, শহীদুল, রাজু, সোহেল, মাহবুব হোসেন মন্টু, ফারুক খন্দকার, শামসুল হক খন্দকার ও মো. সেলিম।

এদিকে এ ঘটনায় বিকালে নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মেয়র হাজী ওবায়েদউল্লা এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত নগরীর ময়লা-আবর্জনা অপসারণ বন্ধ রাখার ঘোষণা দেন।

তিনি বলেন, দুই দিন বর্জ্য অপসারণ বন্ধ থাকার পর জন-ভোগান্তির কথা বিবেচনা করে বৃহস্পতিবার থেকে আবারও কাজ শুরু হয়। প্রতিদিন নগরীর ৩শ টন বর্জ্য অপসারণের কাজ করে ৫শ কর্মী।

কিন্তু বৃহস্পতিবার পরিচ্ছন্নতাকর্মীদের উপর হামলার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা সম্ভব নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা হামলা চালিয়েছে তা নারায়ণগঞ্জবাসী জানে।

তবে এই হামলার সঙ্গে হরতাল ও অবরোধকীরা জড়িত নয় বলে তিনি জানান।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মনিরুজ্জামান, অসিত বরণ, কামরুল হাসান মুন্নাসহ নয় জন কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।