মিরসরাইয়ে ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

দুর্বৃত্তদের ছোড়া ‘পেট্রোল বোমায়’ পুড়ে গেছে চট্টগ্রামের মিরসরাই ভূমি অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 02:32 PM
Updated : 29 Jan 2015, 02:32 PM

বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী ওলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত আড়াইটার দিকে পেট্রোল ভর্তি প্লাস্টিকের বোতলের মুখে আগুন দিয়ে রেকর্ড রুমের ভেতর ছুড়ে মারে দুর্বত্তরা। এতে নামজারি ফাইল, নিবন্ধন বইসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।”

অফিসের দায়িত্বে থাকা নৈশ প্রহরীরা দেখতে পেয়ে তা দ্রুত নিভিয়ে ফেলে বলে জানান তিনি।

ভূমি অফিসের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে এটি ছুড়ে মারা হয় বলে ধারণা ভূমি কর্মকর্তা ওলীর।

এঘটনায় একটি মিরসরাই থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।