ফেনীতে অটোরিকশায় পেট্রোল বোমা: মামলায় আসামি ২৭

ফেনীতে পেট্রোল বোমায় অটোরিকশা যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 01:25 PM
Updated : 29 Jan 2015, 01:25 PM

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে উপপরিদর্শক (এসআই) জামশেদ আহম্মদ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বুধবার রাতে শহরের কালিপাল এলাকায় অটোরিকশায় পেট্রলবোমা ছুড়ে মারলে নরশাদ আলী (৪০) দগ্ধ হন।

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাজিপাড়া গ্রামের ওমর আলীর ছেলে নরশাদ পেশায় রাজমিন্ত্রী এবং শহরের শান্তি কোম্পানি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে তিনি।