বাল্য বিয়ে পড়িয়ে কাজি শ্রীঘরে

চুয়াডাঙ্গায় বাল্য বিয়ে পড়ানোর সময় হাতেনাতে আটক করে নিকাহ রেজিস্ট্রারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 12:47 PM
Updated : 29 Jan 2015, 12:47 PM

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার (কাজি) মো. জসিম উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ্জামান।

কে এম মামুন উজ্জামান জানান, জসিম উদ্দিন বৃহস্পতিবার দুপুরে শহরের ইসলাম পাড়ার একটি নাবালিকা মেয়ের বিয়ে পড়ানোর জন্য তাদের বাড়ি যান।

নিকাহ রেজিস্টার বইয়ে মেয়ে ও বরের নাম ঠিকানা লেখা অবস্থায় বরযাত্রী বেশে গোয়েন্দা পুলিশ সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান এবং নিকাহ কাজি জসিমকে আটক করে নিয়ে আসেন।

পরে বিকাল ৫টায় ইউএনও কার্যালয়ে আদালত বসিয়ে তার বিচার শেষে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান ইউএনও।