চট্টগ্রামের ২ সহ-তহশীলদারকে তাৎক্ষণিক বদলি

অনিয়মের ‍অভিযোগে চট্টগ্রামের দুই সহকারী তহশীলদারকে বদলির আদেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 12:36 PM
Updated : 29 Jan 2015, 12:36 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়া উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই আদেশ দেন মন্ত্রী।

অভিযুক্তরা হলেন- পটিয়া ভূমি অফিসের সহকারী তহশীলদার সাজ্জাদ শাহ আমজাদ ও কোরবান আলী।

ভূমি প্রতিমন্ত্রী জাবেদ বলেন, “আইন অনুযায়ী প্রতিদিন যে খাজনা আদায় হয় সেটা ব্যাংকে জমা দিতে হয়।

“কিন্তু গত ২৭ ও ২৮ জানুয়ারি ভূমির খাজনার আদায়ের ৩১ হাজার টাকা তারা ব্যাংকে জমা না দিয়ে নিজেদের কাছে রাখার অপরাধে তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে।”

চট্টগ্রামের আনোয়ারা আসনের এই সাংসদ ভূমি অফিসে সেবাপ্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে তা সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শন শেষে সাইফুজ্জামান জাবেদ সাংবাদিকদের বলেন, “ভূমি অফিস নিয়ে নানা অনিয়ম ও অভিযোগ আমি শুনতে পাই। আজ সরেজমিনে মানুষের এই ভোগান্তি ও অভিযোগ জানতে আজকের এই পরিদর্শন।”

কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিয়াস হোসেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভিন ও পটিয়া ভূমি অফিসের সহাকারী কমিশনার গৌতম বারৈ।