সৈয়দপুরে দুই মার্কেটে অগ্নিকাণ্ড, তদন্তে কমিটি

নীলফামারীর সৈয়দপুরে একই এলাকার ৫০ গজের মধ্যে এক দিনের ব্যবধানে দুটি অগ্নিকাণ্ডের কারণ তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 11:53 AM
Updated : 29 Jan 2015, 11:53 AM

জেলা প্রশাসক মো. জাকীর হোসেন জানান, নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- জেলার সহকারী পুলিশ সুপার (সৈয়দুপর) এম এন সাজেদুর রহমান ও সৈয়দুপর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী।

সোমবার গভীর রাতে সৈয়দপুরের রেলওয়ে বাজারের পুরাতন কাপড় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি কাপড়ের দোকান পুড়ে যায়। এরপর মঙ্গলবার ভোররাত ৩টার দিকে একই বাজারের মসলাপট্টিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয় প্রায় দুই শতাধিক দোকান।

জেলা প্রশাসক জাকীর হোসেন বলেন, ওই অগ্নিকাণ্ড দুটি বৈদ্যুতিক গোলোযোগে ঘটেছে না কেউ পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির লক্ষ্যে ঘটিয়েছে হয়েছে তার সঠিক কারণ উদঘাটনের জন্য মঙ্গলবার এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।