দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের কাছের শহর সান সিটিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা ওই পর্যটন নগরীতে দোকান চালাতেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 10:55 AM
Updated : 29 Jan 2015, 10:58 AM

গত কিছুদিন ধরে অভিবাসীদের ওপর স্থানীয় কৃষ্ণাঙ্গদের ধারাবাহিক হামলার মধ্যে ওই দুজন নিহত হন বলে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা পুলিশের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়েছে।

নিহত দুজনের নাম পরিচয় প্রকাশ করেনি বার্তা সংস্থাগুলো। তাদের একজনের বয়স ২৬ এবং অন্যজনের বয়স ২৭ বছর।

পুলিশ মুখপাত্র থুলানি গুবানে বলেন, “লাশ দেখে মনে হচ্ছে, তাদের হাতুড়ির মতো ভারী কিছু দিয়ে পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।”

জোহানেসবার্গের উত্তর-পশ্চিমের শহর সান সিটি জুয়ার নগরী হিসেবে পরিচিত। কিছুদিন আগে এক কৃষ্ণাঙ্গ তরুণ খুন হওয়ার পর সেখানে অভিবাসীদের ওপর একের পর এক হামলা হচ্ছে।

দুজনের লাশ পেলেও তাদের সঙ্গে থাকা আরও একজন নিখোঁজ বলে পুলিশ কর্মকর্তা ওবানি জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশির ফেইসবুক পাতায় তিনজনের মৃত্যুর কথা বলা হচ্ছে। অভিবাসীদের দোকানে হামলার ছবিও তুলেছেন তারা।