সিরাজগঞ্জে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

সিরাজগঞ্জে অবরোধকারী বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালালে শিশুসহ পাঁচজন আহত হন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 10:26 AM
Updated : 29 Jan 2015, 10:26 AM

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে শহরের সয়াধানগড়া মহল্লার সার্কিট হাউজের কাছে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে রয়েছেন সয়াধানগড়া মহল্লার ওমর আলীর ছেলে রুপো (১১), স্থানীয় সোহেল, সৌরভ ও আক্তার। এক জনের নাম জানা যায়নি।  

এদের মধ্যে রুপো ও সোহেলকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি হাবিবুল জানান, শহরের মোল্লাবাড়ি ও সমাজকল্যাণ মোড় এলাকায় বিএনপি-জামায়াত সমর্থকরা লাঠিসোটা ও দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সার্কিট হাউসের সামনের সেতুর রাস্তায় উঠে পিকেটিং করার চেষ্টা করে।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা তাদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়।

পরে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাবার বুলেটের আঘাতে কয়েকজন আহত হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় যুবলীগ নেতা মো. শাহেদ দাবি করেন, লাঠিসোটা ও দেশি অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা রাস্তায় উঠে পিকেটিং করার চেষ্টা করছিল। এ সময় আওয়ামী লীগ সমর্থিতরা এসে তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরে পুলিশ এসে পিছন থেকে গুলি চালালে এবং লাঠিপেটা করলে আওয়ামী লীগ সমর্থিত রুপো, সোহেল, সৌরভ, আক্তার আহত হয়।

এদের মধ্যে রুপোর মাথায় এবং সোহেলের পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক আব্দুল কুদ্দুস।