পেট্রোল বোমা: চাঁদপুরে হেলপার নিহতের ঘটনায় আটক ৭

চাঁদপুরে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ট্রাক থেকে লাফিয়ে নেমে সেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 08:56 AM
Updated : 29 Jan 2015, 08:56 AM

এ ঘটনায় জড়িত অভিযোগে সাত জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. আবু সাঈদ জানান, বৃহস্পতিবার সকালে তিনি নিজে বাদী হয়ে মামলাটি করেছেন।

ঘটনার পর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সন্দেহভাজন সাত জনকে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে আটক করা হয়েছে।

তবে কারো পরিচয় জানাননি এই পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করা হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ ঘটনায় নিহত আব্দুল মোতালেব (৪৫) চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া ১২ নম্বর ওয়ার্ডের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।

রাতের ওই ঘটনায় ট্রাকচালক নওশাদ ও মো. মাসুদ নামে ট্রাকের এক আরোহী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

টাইলস ব্যবসায়ীর প্রতিনিধি মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে টাইলস নিয়ে তারা চাঁদপুরের মতলবের উদ্দেশ্যে রওনা হন। এটি কুমিল্লা হয়ে চাঁদপুরের দিকে আসছিল।

“চালকের পাশে আমি আর হেলপার মোতালেব ছিলাম। পথে আমাদের ট্রাকে ৪/৫ জন লোক পেট্রোল বোমা মারে। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়ে ট্রাকে আগুন ধরে যায়। আমাদের শরীরের কাপড়েও আগুন ধরে।”

প্রাণ বাঁচাতে তিনি ও চালক ট্রাকের ডান পাশের জানালা দিয়ে লাফিয়ে নিচে নামেন। আর বাঁ দিকের জানালা দিয়ে লাফিয়ে পড়েন মোতালেব।

চালকবিহীন ট্রাকটি কিছু দূর এগিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ার আগে এর পেছনের চাকার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোতালেবের মৃত্যু হয়।

খবর পেয়ে জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।