ট্রাকে পেট্রোল বোমা, লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হেলপার

অবরোধের মধ্যে রাতে চাঁদপুরে দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে দ্রুত ট্রাক থেকে নামার পর সেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন হেলপার।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 02:40 AM
Updated : 29 Jan 2015, 02:51 AM

বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ ঘটনায় আহত হয়েছেন চালক ও টাইলস ব্যবসায়ীর প্রতিনিধি মো. মাসুদ।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানিয়েছেন।

নিহত মো. মোতালেবের (৪৫) বাড়ি চট্টগ্রামের পাহাড়তলীতে বলে মাসুদ জানিয়েছেন।

তিনি বলেন, বিকালে টাইলস নিয়ে তারা চাঁদপুরের মতলবের উদ্দেশ্যে রওনা হন। এটি কুমিল্লা হয়ে চাঁদপুরের দিকে আসছিল।

“চালকের পাশে আমি আর হেলপার মোতালেব ছিলাম। রাত ১১টায় আমাদের ট্রাকে ৪/৫ জন লোক পেট্রোল বোমা মারে। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়ে ট্রাকে আগুন ধরে যায়। আমাদের শরীরের কাপড়েও আগুন ধরে যায়।”

প্রাণ বাঁচাতে তিনি ও চালক ট্রাকের ডান পাশের জানালা দিয়ে লাফিয়ে নিচে নামেন। আর বাঁ দিকের জানালা দিয়ে লাফিয়ে পড়েন মোতালেব।

চালকবিহীন ট্রাকটি কিছু দূর এগিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ার আগে এর পেছনের চাকার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোতালেবের মৃত্যু হয়।

খবর পেয়ে জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোতালেবের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. আবু সাঈদ জানিয়েছেন।