ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ ১

ফেনীতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী দগ্ধ হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 06:24 PM
Updated : 28 Jan 2015, 06:24 PM

বুধবার রাতে শহরের কালিপাল এলাকায় দুর্বৃত্তরা ওই অটোরিকশায় পেট্রোল বোমা ছুড়ে মারে।

দগ্ধ যাত্রীর নাম মোহাম্মদ নরশাদ (৪০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরশাদ রংপুর জেলার মিঠাপুকুর থানার কাজি পাড়া গ্রামের ওমর আলীর ছেলে।

আহত নরশাদ জানায়, সদর উপজেলার বালুয়া চৌমুহানী এলাকা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা করে তিনি শহরে আসছিলেন। রাত ১০টার দিকে অটোরিকশাটি শহরের কালিপাল এলাকায় পৌছুঁলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে।

নরশাদ পেশায় একজন রাজমিন্ত্রী ও শহরের শান্তি কোম্পানি এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন।

ফেনী সদর হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক আবু হাতের স্বপন জানান, পেট্রোল বোমার আগুনে নরশাদের মুখ, মাথা ও বুক ঝলসে যায়। তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ।

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও জড়িত কাউকে আটক করতে পারেননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।