ঢাকা ও চট্টগ্রামে হাতবোমা বিস্ফোরণে আহত ৪

রাজধানীর বংশাল ও শাহবাগে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় দুই জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে হাতবোমায় আহত হয়েছেন এক রিকশা চালক ও ক্ষুদ্র ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 05:09 PM
Updated : 28 Jan 2015, 05:09 PM

ঢাকায় আহত দুই জন হলেন, নাসিরউদ্দিন (৩০) ও জনাব আলী (৪৩)।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “বুধবার রাত পৌনে ৯টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

নাসির পেশায় ট্রাকের চালকের সহকারী ও জনাব আলী রিকশা চালক।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “বুধবার সন্ধ্যা ৭টার দিকে বংশালের ছুরিটোলা স্কুলের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ হলে নাসিরের বুকে ও প্রায় একই সময়ে শাহবাগের টিএসসি এলাকায় ‍দুটি হাতবোমার বিস্ফোরণে জনাব আলীর পায়ে হাতবোমার স্প্রিন্টার লাগে।”

এদিকে চট্টগ্রামে প্রেস ক্লাব ‍ভবনের মূল ফটকের সামনের ফুটপাতে রাত ৯টার দিকে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

অবশ্য পুলিশ দাবি করেছে, সেটি হাতবোমা নয়, বরং পটকা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূল ফটকের পাশেই ফুটপাত লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারে দুবৃর্ত্তরা। এতে এক রিকশাচালক ও মূল ফটকের পাশে পান-সিগারেট বিক্রেতা সামান্য ‍আঘাত পান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটর সাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত প্রেস ক্লাবের সামনের ফুটপাতে পটকা ফাটিয়ে পালিয়ে যায়।

এর আগে গত ৭ জানুয়ারি রাতেও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।