নাশকতার অভিযোগে চট্টগ্রামে ৩ যুবদলকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় পেট্রোল বোমা ছুড়ে বাস পোড়ানোর ঘটনায় তিন যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 04:39 PM
Updated : 28 Jan 2015, 04:39 PM

নগরীর বিভিন্ন স্থানে মঙ্গল ও বুধবার অভিযান চালিয়ে কোতোয়ালি ও বাকলিয়া থানা পুলিশের যৌথদল তাদের গ্রেপ্তার করে।

এরা হলেন- মো. হানিফ, মো. সাহাবুদ্দিন  ও মো. হোসেন। তাদের বয়স ৩০ থেকে ৩২ বছরের মধ্যে।

এদের মধ্যে হানিফ ও শাহাবউদ্দিন বাসে আগুন দেওয়ার ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।  

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা গত ১১ জানুয়ারি বাকলিয়া থানার তুলাতলি ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘হানিফ এন্টারপ্রাইজের’ একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ করে।

ওই সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে নুরুল আবছার রনি নামে এক যুবককে গ্রেপ্তার করে।

বাস সুপরভাইজার আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যুবদলকর্মীদের গ্রেপ্তার করে।