অবরোধ আবেদন হারিয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জনগণের কাছে এখন আর অবরোধের কোন যৌক্তিকতা নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 04:19 PM
Updated : 28 Jan 2015, 04:19 PM

বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “গত ২২ দিন ধরে অবরোধে যে সহিংসতা চালানো হয়েছে তার থেকে ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জনগণ ধরেই নিয়েছে অবরোধের কোন যৌক্তিকতা নেই। তারা সব ধরনের ভয় ভীতি উপেক্ষা করে বাসা থেকে বের হচ্ছে। এজন্য যারা সহিংসতা চালানোর চেষ্টা করছে জনগণ তাদের বাধা দিচ্ছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী কাজ চলছে বলেও জানান মন্ত্রী।

অবরোধের মধ্যে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুমুকের আসামি করা হয়েছে।

এ মামলায় তাকে গ্রেপ্তার করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন,“মামলাগুলো আইন অনুযায়ী চলবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আমেদ, পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।