দিনাজপুর, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে গ্রেপ্তার ৮০

পুলিশের বিশেষ অভিযানে দিনাজপুর, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে বিএনপি জামায়াত নেতাকর্মীসহ ৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 03:51 PM
Updated : 28 Jan 2015, 03:51 PM

সোমবার থেকে বুধবার পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্টে এলাকার পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর

পেট্রোল বোমা হামলাসহ নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার মধ্য রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সময়ে দিনাজপুরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।

দিনাজপুর সদর সার্কেলের সিনিয়র এএসপি সুশান্ত কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  এদের মধ্যে দিনাজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি জয়নাল আবেদিন ও খানসামা উপজেলা জামায়াতের আমির আব্দুল জলিল রয়েছেন।

জলিল দিনাজপুরে পেট্রোল বোমায় নিহত ট্রাক শ্রমিক আব্দুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি।

হবিগঞ্জ

হবিগঞ্জের নয়টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩১ আসামিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২২ জন ও নিয়মিত মামলার নয় আসামি রয়েছে।

কিশোরগঞ্জ

বাসে অগ্নিসংযোগের মামলায় কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের বাহরাম খানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাকুন্দিয়া থানার ওসি জাকির রাব্বানী জানান, গত ২৪ জানুয়ারি ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আজিজুলকে গ্রেপ্তারের ঘটনায় পাকুন্দিয়ায় বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে উপজেলা জামায়াত।