ওবায়দুল কাদেরের আক্ষেপ

সাধারণ মানুষ আইন মানলেও আইন প্রণেতারা আইন মানে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 03:36 PM
Updated : 28 Jan 2015, 03:36 PM

তিনি বলেছেন, “অনেক সাধারণ মানুষ আইন মানে। কিন্তু আমরা আইন প্রণেতা, অসাধারণ মানুষেরা আইন মানি না। ল’ মেকাররা ল’ ব্রেকার।”

বুধবার জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর ৭১ বিধিতে আনা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ক নোটিসের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “পদ্মাসেতু হয়ে যাচ্ছে। অথচ যানজট কমছে না। যানজটের চেয়ে জনজট বেশি। কেউই নিয়ম মানে না। আমাদের ভিআইপিরাও না। আমি নিজে দেখেছি, ভিআইপিরা উল্টো পাশ দিয়ে গাড়ি চালিয়ে রাস্তা পার হন।”

“নীলক্ষেতে সংসদের স্টিকার পাওয়া যায়। কাজের লোক সংসদের স্টিকারযুক্ত গাড়ি নিয়ে বাজার করতে যায়। আমাদের আইন মানতে হবে। আমরা মানলে সাধারণ মানুষও মানবে। ”

নোটিসে রহমতুল্লাহ বলেন, “দেশে ১৯ লাখ ৮১ হাজার ৪৪৪টি গাড়ির নিবন্ধন আছে। এরমধ্যে ৫ লাখ ৪০ হাজার গাড়ির ৮৬৬টি গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। অনিবন্ধিত গাড়ির সংখ্যা অর্ধলক্ষাধিক। জাল লাইসেন্স ব্যবহার করছে ১৬ লাখ চালক। ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকের কারণে ১০ বছরের ৩৫ হাজার লোক নিহত হয়েছে।”

রহমতুল্লাহ ত্রুটিপূর্ণ গাড়ি ও জাল ড্রাইভিং লাইসেন্স নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জবাবে ওবায়দুল কাদের বলেন, এ মুহূর্তে রাস্তা থেকে গাড়ি অপসারণ করা সম্ভব নয়। কারণ অপসারণ করার পরের দিন রাস্তায় সাধারণ মানুষ গাড়ি খুঁজে পাবেন না। পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।