বৃহস্পতিবার নাটোরে হরতাল

রাজশাহী বিভাগে শিবিরের হরতালের মধ্যেই বৃহস্পতিবার নাটোর জেলায় ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 01:54 PM
Updated : 28 Jan 2015, 01:54 PM

গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

বুধবার দুপুরে বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক এই ঘোষণা দেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থানায় মঙ্গলবার নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।

এ মিথ্যা মামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জেলায় ২৪ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়েছে।

এ সময় নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোর্শেদ, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন ও জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব হেফাজতে ইসলামী ছাত্র শিবির নেতার মৃত্যুর ঘটনায় রাজশাহী বিভাগে বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামীর এ ছাত্র সংগঠনটি।   

এদিকে, স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী রাজশাহীতে বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে।