সহিংসতার প্রতিবাদে রাস্তায় পেশাজীবীরা

দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, যানবাহন ভাংচুর ও সহিংসতার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে কয়েকটি পেশাজীবী সংগঠন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 01:42 PM
Updated : 28 Jan 2015, 01:42 PM

দি জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আহ্বানে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের প্রধান সড়কের ছয়টি স্থানে জেলার ৫০টি পেশাজীবী সংগঠন এ মানববন্ধনে অংশ নেয়।

জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বকুলতলা চত্বর, তমালতলা চত্বর, দয়াময়ী চত্বর ও গেইটপাড় চত্বরে এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, গণজাগরণ মঞ্চ, সাংস্কৃতিক কর্মী, মুদ্রন শিল্প সমিতি, পরিবহন মালিক, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক ও দি জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু, আইনজীবী সমিতির সভাপতির সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুজাউদ দৌলা, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মো. সুরুজ্জামান, মুদ্রন শিল্প সমিতির সভাপতি আজিজুর রহমান ডল, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জারনিজ, শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আনাম বাবলা, সাধারণ সম্পাদক মসিউর রহমান বাবু, ব্যাংক কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।

এ ছাড়া সহিংসতা বিরোধী জাগরণী গান শহরের বিভিন্ন স্থানে পরিবেশন করা হয়।