বৌদিকে হত্যার দায়ে যাবজ্জীবন

কিশোরগঞ্জের হোসেনপুরে বড় ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 01:30 PM
Updated : 28 Jan 2015, 01:30 PM

কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম বুধবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত প্রিয়তোষ চক্রবর্ত্তী হোসেনপুর উপজেলার সুরাটি (ঠাকুরবাড়ি) গ্রামের ধীরেন্দ্র চক্রবর্ত্তীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সনের ২ জুলাই দুপুরে পারিবারিক কলহের জের ধরে প্রিয়তোষ তার বৌদি জয়ন্তী চক্রবর্ত্তীকে (৪৭) কুপিয়ে হত্যা করেন।

এ সময় জয়ন্তীকে বাঁচাতে এগিয়ে গেলে আসামির ভাই সন্তোষ চক্রবর্ত্তী, আশুতোষ চক্রবর্ত্তী ও আরেক বৌদি সন্ধ্যা চক্রবর্ত্তীকেও কুপিয়ে জখম করেন প্রিয়তোষ।

এ ঘটনায় নিহত জয়ন্তীর ছেলে অজয় চক্রবর্ত্তী বাদী হয়ে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ প্রিয়তোষ চক্রবর্ত্তীকে গ্রেপ্তার করে।

রাষ্ট্রপক্ষে এপিপি এ কে এম আমিনুল হক চুন্নু ও আসামিপক্ষে এ বি এম লুৎফর রাশিদ রানা মামলা পরিচালনা করেন।