হবিগঞ্জে গাড়িচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র এক শিশু নিহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 01:07 PM
Updated : 28 Jan 2015, 01:07 PM

এ ঘটনায় বিক্ষুব্ধ মাদ্রাসাছাত্র ও জনতা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

বাহুবল থানার ওসি আলী ফরিদ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত এনামুল হক (১০) উপজেলার হিলালপুর হযরত শাহজালাল (র.) সুন্নিয়া দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র এবং নবীগঞ্জ উপজেলার বুড়িনাঁও গ্রামের প্রয়াত বিরাম উদ্দিনের ছেলে।

এলাকাবাসীরা জানান, সকালে মাদ্রাসায় যাওয়ার সময় ডুবাঐ বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিল এনামুল। এ সময় সিলেটগামী একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।  

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ মহাসড়ক পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি ফরিদ আরও জানান, দুর্ঘটনার পর মাদ্রাসা ছাত্র ও স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় টহলরত পুলিশ-বিজিবি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পরে প্রায় দেড়ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার পর সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাইয়ের মধ্যস্থতায় বেলা ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি।