নওগাঁয় ৩টি দোকানে অগ্নিসংযোগ

রাজশাহী বিভাগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন ভোরে নওগাঁ শহরে তিনটি দোকান পেট্রোলের আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 01:01 PM
Updated : 28 Jan 2015, 01:01 PM

বুধবার ভোরে শহরের কাঁচাবাজার এলাকায় তিনটি মুদি দোকানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে কাঁচা বাজার এলাকায় প্রতিবন্ধী পলাশ হোসেন, জিয়াউর রহমান ও হামিদুর রহমানের মুদি দোকানে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে করে পলাশও জিয়াউরের দোকান সম্পূর্ণ এবং হামিদুরের দোকানের মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটি পূর্ব শত্রুতার জেরে হতে পারে, আবার অবরোধকারীদের নাশকতাও হতে পারে। 

তবে, যেই করুক না কেন জড়িতদের খুঁজে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।