নিজ জেলায় মিলছে এমআরপি

বর্তমানে বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের নিজের জেলা থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (মেশিন রিডেবল পাসপোর্ট-এমআরপি) সংগ্রহ করতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 12:54 PM
Updated : 28 Jan 2015, 12:54 PM

বুধবার পাসপোর্ট অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

আগামী নভেম্বরের মধ্যে যে সব প্রবাসী দেশে আসবেন তাদেরও এমআরপি সংগ্রহ করতে অনুরোধ করেছে অধিদপ্তর।

পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস থেকে এমআরপি দেওয়া হচ্ছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুসারে বিদেশে অবস্থানরত বা বিদেশে যেতে ইচ্ছুক সব বাংলাদেশির আগামী নভেম্বরের মধ্যে এমআরপি গ্রহণের বিধান করা হয়েছে।

বিদেশে এমআরপি সংগ্রহ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল জানিয়ে ওই সময়ের মধ্যে দেশ থেকে এমআরপি সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।