নাশকতামুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষার দাবি

অবরোধ-হরতালসহ নাশকতামুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্কুল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 12:42 PM
Updated : 28 Jan 2015, 12:42 PM

বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী রংপুর জিলা স্কুল মোড় থেকে শাপলা চত্ত্বর পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন হয়।

মানববন্ধনে শহরের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা না পেছানোয় হরতাল-অবরোধ ও নাশকতামুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে ‘জাগো রংপুর’ নামে একটি সংস্থা এ কর্মসূচি আয়োজন করে।

সমাবেশে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জিলা স্কুলের মাহমুদুল হাসান, রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের তানজিলা আফরোজ, জাগো রংপুরের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুসহ অন্যরা বক্তব্য রাখেন।

পরীক্ষার্থী তানজিলা আফরোজ বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে আমাদের পরীক্ষা দিতে দিন। আমরা আপনাদের সন্তান, আমাদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলবেন না।”  

পরীক্ষা চলাকালে অবরোধ ও হরতাল প্রত্যাহারের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান জাগো রংপুরের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন অবরোধের মধ্যেও এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।