ফেনীতে বৃহস্পতিবার হরতাল

বিএনপি চেয়ারপারসন খালদো জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ফেনীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 09:59 AM
Updated : 28 Jan 2015, 09:59 AM

ফেনী জেলা ২০ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, খালদো জিয়ারা বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে ও গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মুক্তির দাবিতে জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে ২০ দলীয় জোট।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচনের বর্ষপূতির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে লাগাতার এ অবরোধ ডাকেন বিএনপি নেত্রী।

এ পর্যন্ত অবরোধ-হরতালে যানবাহনে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ত্রিশের বেশি সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও প্রায় দুই শতাধিক মানুষ।

সম্প্রতি ঢাকার যাত্রবাড়ি ও কুমিল্লায় পেট্রোল বোমা হামলার দুটি ঘটনায় বিএনপি-জামায়াত জোট নেত্রী খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়েছে।