মাদারীপুরে বৃহস্পতিবার যুবদলের হরতাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মাদারীপুরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 09:32 AM
Updated : 28 Jan 2015, 09:32 AM

মাদারীপুর জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মুরাদ ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

সম্প্রতি ঢাকা ও কুমিল্লায় পেট্রোল বোমা হামলার দুটি ঘটনায় বিএনপি-জামায়াত জোট নেত্রী খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করা হয়েছে।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচনের বর্ষপূতির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে লাগাতার এ অবরোধ ডাকেন বিএনপি নেত্রী।

এ পর্যন্ত অবরোধ-হরতালে যানবাহনে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ত্রিশের বেশি সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও প্রায় দুই শতাধিক মানুষ।

বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের সময় বিএনপি জোটের শরিক জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মীকে হাতেনাতে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা।