বরিশালে শিবির কর্মীদের জনতার ধাওয়া, আটক ২

অবরোধের মধ্যে বরিশাল শহরে হাতবোমা ফাটিয়ে ও পেট্রোল ঢেলে রাস্তায় আগুন দেওয়ার পর ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে দুজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 05:47 AM
Updated : 28 Jan 2015, 06:16 AM

বুধবার সকালে শহরের কাশিপুর বিল্লাবাড়ি রবি মোবাইল টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে বলে বরিশাল নগর পুলিশের সহকারী কমিশনার আজাদ রহমান জানান।

আটক দুজনই শিবিরকর্মী এবং তাদের একজনের কাছ থেকে বোতলভর্তি পেট্রোল পাওয়া গেছে বলে জানান তিনি।

এরা হলেন- ইসমাইল হোসেন (২২) ও মিজানুর রহমান।

ইসমাইল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ দ্বিতীয় বর্ষ এবং মিজানুর রাষ্ট্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।  

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা রফিকুল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে অবরোধের সমর্থনে মোবাইল টাওয়ার এলাকায় মিছিল থেকে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয় শিবির কর্মীরা। এসময় বিকট শব্দে দুটি হাতবোমাও ফাটায় তারা।

“বিক্ষুব্ধ এলাকাবাসী ঘর থেকে বেরিয়ে আসলে অন্যরা পালিয়ে গেলেও দুজন ধরা পড়ে। পরে তাদের বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে গত ৫ জানুয়ারি পুলিশি বাধায় কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এরপর বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধে সহিংসতায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে; এদের মধ্যে বেশিরভাগই গাড়িতে পেট্রোল বোমা হামলার কারণে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পেট্রোল বোমায় পুড়ে আহত হয়েছেন আরো প্রায় দু’শতাধিক মানুষ।

রাজনৈতিক কর্মসূচির মধ্যে বাসে পেট্রোল বোমা ছুড়ে ও আগুন দিয়ে হতহাতের ঘটনা চলতে থাকার মধ্যে দেশের কয়েকটি স্থানে নাশকতার চেষ্টাকালে শিবির কর্মীদের উপর সাধারণ মানুষের চড়াও হওয়ার ঘটনা ঘটেছে।

গত শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার সময় শিবিরের এক নেতাসহ তিন জনকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দেন স্থানীয়রা।