সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে, যিনি ডাকাত দলের সদস্য বলে কর্মকর্তারা দাবি করেছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 05:02 AM
Updated : 28 Jan 2015, 05:10 AM

নিহত রফিকুল ইসলাম উপজেলার নোয়াকাটি গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল নিহত হন।

১৪টি ডাকাতির মামলা আসামি রফিকুলকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়েছিল বলে জানান তিনি।

ওসি তরিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকের পর জিজ্ঞাসাবাদে  রফিকুল তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

“রাতে তাকে নিয়ে অভয়তলা গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে সেখানে অবস্থান নিয়ে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

“২০ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটে। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুলকে পড়ে থাকতে দেখা যায়।”

গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।