কুমিল্লায় ৩৬ ঘণ্টার হরতাল

গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করায় বুধবার থেকে কুমিল্লায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে দক্ষিণ জেলা ২০ দলীয় জোট।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 05:48 PM
Updated : 27 Jan 2015, 05:48 PM

মঙ্গলবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের পক্ষে এ হরতালের এ ঘোষণা দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করা হয়েছে। এ ধরনের মিথ্যা মামলার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল পালন করবে ২০ দলীয় জোট।”

গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে অভিযুক্ত করে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ স্থানীয় বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মীর নামে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করে পুলিশ।

এর আগে রোববার সকালে চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় অবরোধের সমর্থনে বের করা একটি মিছিল থেকে চট্টগ্রামগামী একটি কভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।