যুদ্ধকালীন কূটনীতির গল্প শোনাবেন কিশোর মুক্তিযোদ্ধা

একাত্তরের একজন সাহসী যোদ্ধা মুক্তিযুদ্ধের সময় তার জানা বাংলাদেশের কূটনীতির ইতিহাস শোনাবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 05:29 PM
Updated : 27 Jan 2015, 05:52 PM

বৃহস্পতিবার বিকালে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র নিজস্ব গুলশান অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বক্তব্য রাখবেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত কিশোর মুক্তিযোদ্ধা ও সাত নম্বর সেক্টরের অধীনে একটি ক্যাম্পের অধিনায়ক মেজর (অব) এ টি এম হামিদুল হোসাইন তারেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

১৯৫১ সালে জন্ম নেওয়া তারেক ১৯ বছর বয়সে ছাত্র থাকাবস্থায় মুক্তিযদ্ধে যোগ দেন। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

অবসরের পর তিনি পদ্মা অয়েল কোম্পানিতে যোগদান করেন।

মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি বই ও অনেক নিবন্ধ লিখেছেন এবং এবিষয়ে তার গবেষণাও রয়েছে।