গ্রিসে বিজয়ী দল সিরিজা প্রধানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

গ্রিসের সংসদ নির্বাচন জয়ী হওয়ায় বামপন্থি দল সিরিজার প্রধানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 04:25 PM
Updated : 27 Jan 2015, 04:25 PM

সিরিজা পার্টির প্রেসিডেন্ট অ্যালেক্সিস সিপরাসকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে কাজ করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তিনি।

শেখ হাসিনা বলেন, নির্বাচনের ফলাফলে তার ‘জনবান্ধব ও বাস্তবামুখী নীতি’র পক্ষে গ্রিসের মানুষের ‘পরিষ্কার ও জোরালো’ সমর্থন প্রকাশিত হয়েছে।

ইউরোপে ব্যয় সংকোচন নীতির কঠোর সমালোচনাকারী বামপন্থি দল সিরিজার এই বিজয় পশ্চিমা গণমাধ্যমকে অবাক করে দিয়েছে। সিপরাসই ইউরোপের কৃচ্ছ্রবিরোধী প্রথম সরকার প্রধান।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, তার গতিশীল নেতৃত্বে গ্রিসের জনগণ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

তার আমলে গ্রিস ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

আন্তর্জাতিক সংস্থাগুলোতে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার দীর্ঘ সম্পর্ক রয়েছে।

এছাড়া গ্রিসে বাংলাদেশি শ্রমিকরাও কাজ করেন।