রংপুর বিভাগে বুধবার ও বৃহস্পতিবার জামায়াতের হরতাল  

গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রংপুর বিভাগের আট জেলায় বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 03:54 PM
Updated : 27 Jan 2015, 03:54 PM

মঙ্গলবার রাতে রংপুর মহানগর জামায়াতের প্রচার ও অফিস সেক্রেটারি রবিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াত নেতা আল আমীন ও তার স্ত্রী বিউটি বেগমকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখনও তাদের সন্ধান মেলেনি।  

তাদের মুক্তি, জামায়াত নেতাকর্মীদের বাড়ি তল্লাশি, গণগ্রেপ্তার ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা রংপুর বিভাগের আট জেলায় হরতাল চলবে।

রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাতে মহানগর জামায়াত নেতারা জরুরি বৈঠক করে হরতালের সিদ্ধান্ত নেন।”  

“গ্রেপ্তারের ভয়ে হরতালের বিষয়টি সংবাদ সম্মেলনের পরিবর্তে ‘প্রেস বিজ্ঞপ্তি’ পাঠিয়ে সাংবাদিকদের তা জানানো হয়।”