গাজীপুরে বুধবার হরতাল

জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার গাজীপুরে হরতাল ডেকেছে দলটি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 03:31 PM
Updated : 27 Jan 2015, 03:31 PM

মঙ্গলবার গাজীপুর মহানগর জামায়াতের আমির এস এম সানাউল্লাহ, সেক্রেটারি খায়রুল হাসান ও জেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেন।

এর আগে সন্ধ্যায় নাশকতার পরিকল্পনার এক সভা থেকে গাজীপুর জেলা জামায়াতের আমির আবুল হাসেম খান ও মহানগর জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক নাসরুল্লাহকে পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করে পুলিশ।

জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান, সন্ধ্যায় জেলা শহরের ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় ফাঁকা স্থানে বৈঠক করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আবুল হাসেম খান ও মো.নাসরুল্লাহকে গ্রেপ্তার এবং ১০টি পেট্রোল বোমা উদ্ধার করে।

গোপন বৈঠক এবং পেট্রোল বোমা উদ্ধারের কথা অস্বীকার করে মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ এস এম সানাউল্লাহ  দাবি করেন, আবুল হাসেম খান ও  মো. নাসরুল্লাহকে পুলিশ মহানগর এলাকার নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে রেলক্রসিং এলাকা থেকে ১০টি পেট্রোল বোমাসহ আটক করা হয়েছে বলে প্রচার চালাচ্ছে।