ঢাকা-খুলনা মহাসড়কে নৈশ কোচে ডাকাতি

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি নৈশ কোচে ডাকাতি হয়েছে সোমবার রাতে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 02:12 PM
Updated : 27 Jan 2015, 02:12 PM

রাজবাড়ী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সোহাগ পরিবহনের ওই বাসের গাইড (সুপারভাইজার) আমীর হামজা জানান, রাত সোয়া ৯টায় ঢাকার মালিবাগ থেকে ৩২ জন যাত্রী নিয়ে কোচটি বেনাপোলের উদ্দেশে রওনা দেয়।

এর মধ্যে যাত্রীবেশী ছয়জন ছিল ডাকাত দলের সদস্য। এদের তিন জন মালিবাগ, দুইজন বাড্ডা এবং একজন নবীনগর থেকে বাসে ওঠে।

রাত আড়াইটার দিকে বাসটি ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় পার হওয়ার পরপরই ডাকাত দলের সদস্যরা আগ্নেয়াস্ত্রের মুখে চালক মিনহাজকে আসন থেকে সরিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

ডাকাতরা তাকে এবং চালককে মারধর করে। পরে ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় নেমে যায়।

ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশের সদস্যদের ঘটনাটি জানানো হয়। পরে যাত্রীদের অনুরোধে বাস নিয়ে বেনাপোলে নিয়ে যাওয়া।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মঙ্গলবার বিকালে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।