ফরিদপুর বিভাগ ঘোষণার দাবি

আগামী স্বাধীনতা দিবসের আগেই ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে বিভাগ বাস্তবায়ন কমিটি।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 12:11 PM
Updated : 27 Jan 2015, 12:11 PM

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন কমিটির আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জসীমউদ্দিন হল থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ করেন তারা। মিছিল ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ মো. শাহনেওয়াজ, ফরিদপুর বিএম এ’র সভাপতি ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর হোসেন চৌধুরী, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনিমেষ রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহমেদ মানু, জেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম খন্দকার লেভী, আবুল বাতেন প্রমুখ।

সমাবেশে বক্তারা  ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি জানান।