চট্টগ্রাম পুলিশ লাইনে আগুন, পুড়েছে পোশাক

পুলিশ সপ্তাহের আয়োজনের মধ্যে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের পোশাক ভাণ্ডারে আগুন লেগে বাহিনীর সদস্যদের বিপুল পরিমাণ পোশাক, জুতা পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 11:12 AM
Updated : 27 Jan 2015, 11:12 AM

মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় এক উপপরিদর্শকসহ চারজন অসুস্থ হয়েছেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহীদুর রহমান জানান, খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

“বেলা তিনটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”

অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এসআই নুরুল আলম, কনস্টেবল মো. নাদিম, মো. জাহিদ ও পরিচ্ছন্নতা কর্মী নিপুন।

এদের মধ্যে কনস্টেবল জাহিদ ও পরিচ্ছন্নতাকর্মী নিপুনকে চট্টগ্রাম ডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জাহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, নিপুনকে হাসপাতালে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে নগর পুলিশ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে, যার প্রধান করা হয়েছে অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি, সদর)।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) একজন করে প্রকৌশলী, চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ও নগর পুলিশের সহকারী কমিশনারকে (এসি, সদর) কমিটির সদস্য করা হয়েছে।

উপ-কমিশনার (সদর) ফারুক আহমেদ জানান, কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. শাহিদুল্লাহ জানান, কমিটিকে আগুন কারণ খোঁজার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করতে বলা হয়েছে।