ব্রাহ্মণবাড়িয়ায় সেবিকাদের কর্মবিরতি প্রত্যাহার

রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শুরু করা কর্মবিরতি প্রত্যাহার করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সেবিকারা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 10:32 AM
Updated : 27 Jan 2015, 01:58 PM

মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি করছিলেন।

বিকালে সদর থানা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা কর্মবিরতি তুলে নেন।

হাসপাতালের নার্স সুপারভাইজার শংকরী রানী কর্মকার জানান, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কর্মরত জ্যেষ্ঠ সেবিকা মর্জিনা বেগমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তাকে মারধর করার প্রতিবাদে হাসপাতালের সকল সেবিকারা সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। তার বিক্ষোভও করেছেন।

তিনি বলেন, বিকাল ৪টার দিকে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়।

তবে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে আবার কর্মবিরতি কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার রাতে হাসপাতালে ভর্তি থাকা হামিদা বেগম নামের এক রোগীর স্বজনরা কর্মরত সিনিয়র নার্স মর্জিনা বেগমকে মারধর করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আকবর হোসেন জানান, এ ব্যাপারে নার্স মর্জিনা বেগম থানায় মামলা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মর্জিনা বেগম একটি মামলা দিয়েছেন। মামলায় রোগী হামিদা বেগমের অজ্ঞাত আত্বীয়-স্বজনকে আসামি করা হয়েছে।

আসামীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।