নীলফামারীতে দেড়শ দোকান পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুরে আগুন লেগে অন্তত দেড়শ দোকান পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 10:22 AM
Updated : 27 Jan 2015, 10:22 AM

মঙ্গলবার ভোরে সৈয়দপুর মসলাপট্টির এ আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ভোর ৩টার দিকে  মসলাপট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে অন্তত দেড় শতাধিক দোকান পুড়ে যায়।

খবর পেয়ে সৈয়দপুর, ডোমার, দিনাজপুর, নীলফামারী, পার্বতীপুর, রংপুর, বদরগঞ্জে ফায়ার সার্ভিস এবং সৈয়দুপর সেনাবাহিনীর একটি দলসহ আটটি ইউনিট প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ওই মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ এটি সাধারণ কোনো অগ্নিকাণ্ড নয় নাশকতা।

ওই মার্কেটের ব্যবসায়ী আবজাল হোসেন বলেন, রোববার রাতে পার্শ্ববর্তী পুরাতন কাপড় মার্কেটের আগুন নিভতে না নিভতে আবার এই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা। এটা সাধারণ আগুন নয়, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলোযোগে আগুনের সূত্রপাত ঘটেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।