কবি মোহম্মদ রফিকের মা আর নেই

কবি মোহাম্মদ রফিকের মা রেশাতুন্নাহার (৮৬) মৃত্যুবরণ করেছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 10:12 AM
Updated : 27 Jan 2015, 10:12 AM

মঙ্গলবার সকালে বরিশালে তার বড় মেয়ে ডা. সেলিনা পারভীনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।  

তিনি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি শিক্ষক সামছউদ্দিনের সহধর্মিনী এবং ‘সামছউদ্দিন-নাহার’ ট্রাস্টের চেয়ারপরসন ছিলেন।

‘সামছউদ্দিন-নাহার’ ট্রাস্টের ব্যবস্থাপক সুব্রত মুখার্জি জানান, মঙ্গলবার বাদ আসর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর গ্রামে সামছউদ্দিন-নাহার ট্রাস্ট মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে চিতলী বৈটপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রয়াত রেশাতুন্নাহারের সন্তানরা সবাই নিজ নিজ ক্ষেত্রে খ্যাতিমান।

এরা হলেন জাহগাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক কবি মোহাম্মদ রফিক, সাবেক অর্থ সচিব ড. মোহম্মদ তারেক, যুক্তরাষ্ট্রের ফুয়েল সেল এনার্জি কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ফারুক, বিএডিসির সাবেক প্রকৌশলী মোহাম্মদ শফিক, বরিশাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সেলিনা পারভীন, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সবিতা ইয়াসমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহম্মদ নাসের ও আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহম্মদ সফিক।