যশোরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ‘ডাকাত’ নিহত

যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের প্রধান ছিলেন বলে দাবি পুলিশের।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 07:36 AM
Updated : 27 Jan 2015, 07:36 AM

যশোরের সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমিন জানান, সোমবার রাত ৩টার দিকে বেগারিতলায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুর রহমানের (৪০) বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মণিরামপুর থানায় ১৯টি মামলা রয়েছে। তিনি দুর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসিন্দা ছিলেন।

ঘটনাস্থল থেকে একটি করে রিভলবার, ওয়ানশুটার গান ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান এএসপি রেশমা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ পুলিশের একটি দল টহল দেওয়ার সময় একদল ডাকাত সড়কে ব্যারিকেড দেয়।

“এসময় পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি হয়, ডাকাতরা হাতবোমার বিস্ফোরণও ঘটায়।

এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে একজনকে পড়ে থাকতে দেখা যায়।”

দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এএসপি রেশমা বলেন, গুলি বিনিময়ের সময় হাতবোমার স্প্লিন্টারে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হকসহ দুই কনস্টেবল শামীম ও কাদের আহত হয়েছেন।

তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।