রাষ্ট্রপতি ‘সমুদ্র জয়ে’, দেখবেন ‘সি থান্ডার’

নৌবাহিনীর বার্ষিক মহড়া দেখতে বঙ্গোপসাগরে যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’ এ পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

কামাল তালুকদারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 05:48 AM
Updated : 27 Jan 2015, 10:44 AM

‘এক্সারসাইজ সি থান্ডার-২০১৫’ নামে ১৬ দিনের এই মহড়ার চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার দুপুরে। এই মহড়া দেখতে চট্টগ্রাম থেকে একটি স্পিডবোটে করে ‘সমুদ্র জয়ে’ পৌঁছান রাষ্ট্রপতি।

এ সময় নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিএন ফ্লোটিলার কমডোর এম খালেদ ইকবাল ও সমুদ্র জয়ের অধিনায়ক ক্যাপ্টেন ডব্লিউ এইচ কুতুব উদ্দিন রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

বেলা সোয়া ১২টা থেকে সাগরের প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় দুই ঘণ্টার চূড়ান্ত মহড়া তিনি প্রত্যক্ষ করবেন।

মহড়ার আনুষ্ঠানিক সমাপ্তির পর রাষ্ট্রপতি চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন বলে নৌ বাহিনীর কর্মকর্তারা জানান।