ফতুল্লায় বাড়িতে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 05:21 AM
Updated : 27 Jan 2015, 05:21 AM

এরা হলেন- আবুল কালাম ও তার স্ত্রী লিজা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় পিয়ার আলীর ‘রহমান মঞ্জিল’র বাড়ির ভাড়াটিয়া কালামের ঘরে এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাটি ‘রহস্যজনক’ বলে মনে করছেন কর্মকর্তারা।

ওসি আসাদুজ্জামান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

দগ্ধ আবুল কালাম ও তার স্ত্রী লিজা ঘটনার পরপরই দ্রুত কারো সহায়তা ছাড়াই রিকশায় করে বাসা থেকে বের হন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. রুস্তম বলেন, নারায়ণগঞ্জ থেকে এক দম্পতি সকালে এখানে ভর্তি হয়েছে।

“তাদের আহত হওয়ার কারণ জানতে চাইলে দুজনের কথায় গড়মিল পাওয়া গেছে, বিষয়টি রহস্যজনক।”

স্থানীয়দের কয়েকজন জানান, সকালে কালামের ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই ঘরের দেয়াল ধসে পড়ে এবং ঘরের দরজা ও আসবাবপত্র উড়ে যায়। তবে রান্না ঘরের কোনো ক্ষতি হয়নি।

বিস্ফোরণের পরপরই কালাম ও লিজা আহত অবস্থায় ঘর থেকে বেরিয়ে যান। এ সময় তাদের হাতে একটি টিফিন ক্যারিয়ার ও কিছু টাকা দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের কয়েজন জানিয়েছেন।

কালাম নিজেকে দিনমজুর ও লিজা পোশাক শ্রমিক পরিচয় দিয়ে বছরখানেক আগে বাড়িটি ভাড়া নেয়।

কালামের বাড়ি বরিশালের হিজলা গ্রামে এবং লিজার বাড়ি একই জেলার মুলাদি গ্রামে।