টঙ্গীতে পলিথিনে মোড়ানো শিশুর লাশ

গাজীপুরের টঙ্গীতে পলিথিন ব্যাগের ভেতর থেকে মুখ বাঁধা অবস্থায় আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 04:13 AM
Updated : 27 Jan 2015, 06:50 AM

সোমবার সন্ধ্যায় মরকুন পূর্বপাড়া এলাকায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

টঙ্গী থানার এসআই মো. আবুল বাশার জানান, নিহত হিমেল (৮) ওই এলাকার রতন চন্দ্রের ছেলে। স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণিতে পড়ত ছেলেটি।

এ ঘটনায় গ্রেপ্তার প্রীতম (২০) তাদের প্রতিবেশী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ হত্যাকাণ্ডে ‘দোষ স্বীকার’ করেছেন বলে ওই পুলিশ কর্মকর্তা  জানিয়েছেন।

গ্রেপ্তার যুবকের বরাত দিয়ে এসআই বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে খেলার কথা বলে হিমেলকে ডেকে নিয়ে যায় প্রীতম।

“পাশের মাঠে গিয়ে একটি পলিথিনের ব্যাগ দিয়ে মাথাসহ নাক-মুখ ঢেকে বেঁধে ফেলে। কিছুক্ষণ পর হিমেল লুটিয়ে পড়লে প্রীতম তার বাসার পেছনের টয়লেটের দেয়ালের পাশে হিমেলের লাশ একটি পুরোনো টিন দিয়ে ঢেকে রাখে। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে লাশ দেখতে পায়।”

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশ উদ্ধার করা হয়। এরপর প্রীতমকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় রাতেই হিমেলের বাবা রতন চন্দ্র একটি মামলা করেছেন।

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।