নাশকতা রুখতে র‌্যাবের প্রচারপত্র

অবরোধের মধ্যে নাশকতাকারীদের প্রতিরোধে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 04:10 PM
Updated : 26 Jan 2015, 04:10 PM

তিনি বলেছেন, “জনগণকে সঙ্গে নিয়ে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চায়।”

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলিস্তানে এলাকায় সাংবাদিকদের এইসব কথা বলেন।

এর আগে সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করতে ওই এলাকায় র‌্যাবের মোবাইল নম্বর সম্বলিত প্রচারপত্র ও স্টিকার বিতরণ করেন র‌্যাব মহাপরিচালক।

ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার বেনজীর বলেন, “যারা নাশকতাকে উসকে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দুই দিন আগে নারায়ণগঞ্জের ফলুল্লায় অবরোধে দুর্বৃত্তদের দেওয়া বাসে আগুনের ঘটনায় তিন জন দুর্বৃত্তকে ধরিয়ে দেওয়ায় নারায়ণগঞ্জের ৫ জনকে এক লাখ টাকা পুরস্কার দেয় র‌্যাব।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, সহকারী পরিচালক মাকসুদুল আলম প্রমুখ।