রাগ করে বেরিয়ে যাওয়া স্বামীকে পেলেন মর্গে

রাজধানীর রামপুরায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত একজনের পরিচয় পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 03:33 PM
Updated : 26 Jan 2015, 03:33 PM

তার নাম আবুল কালাম আজাদ, থাকতেন গাজীপুরের টঙ্গীর এরশাদনগর সংলগ্ন এলাকায়।

সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ সনাক্ত করে স্ত্রী শাহীনুর বেগম পুলিশকে জানিয়েছেন, দাম্পত্য কলহের পর গত ২১ ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তার স্বামী কালাম। এরপর আর বাড়ি ফেরেননি।

রোববার ভোররাতে রামপুরায় র‌্যাবের চেকপোস্টে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একটি গাড়ির আরোহী দুই যুবক। র‌্যাবের ধারণা, এরা দুজনই অপরাধী চক্রের সদস্য।

পরিচয় পাওয়া না যাওয়ায় লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। সোমবার সেখানে গিয়ে শাহীনুর তার স্বামী কালামের লাশ সনাক্ত করেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

শাহীনুর বলেছেন, তার স্বামী গাড়ি চালাতেন। তার শ্বশুর বাড়ি ভোলা সদরের বাপদা এলাকায়।

কালাম আগে থাকতেন রাজধানীর পল্লবীতে। সেখানে তার বিরুদ্ধে ছিনতাই ও চুরির অভিযোগে মামলা ছিল জানিয়ে শাহীনুর বলেছেন, গত বছর তার স্বামীকে কারাগারেও থাকতে হয়েছিল।

শাহীনুর জানান, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর স্বামীর খোঁজ আর পাচ্ছিলেন না। সোমবার কালামের বন্ধু পরিচয় দিয়ে একজন টেলিফোন করে তাকে জানান যে মর্গে তার স্বামীর লাশ রয়েছে।