ট্রাকে পেট্রোল বোমা: আসামি বিএনপি-জামায়াতের ১৫

রাজশাহীর চারঘাটে ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালক ও সহকারী দগ্ধ হওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 03:23 PM
Updated : 26 Jan 2015, 03:23 PM

সোমবার চারঘাট থানার এসআই মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মামলাটি  করেন।

চারঘাট মডেল থানার ওসি খন্দকার গোলাম মত্তূর্জা জানান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি বদিউজ্জামান বদিকে প্রধান আসামি করে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।

শিবির সভাপতি বদিউজ্জামান বদির নেতৃত্বে রোববার রাতে ট্রাকে পেট্রোল বোমা হামলা চালানো হয়।

ওই রাতেই অভিযান চালিয়ে উপজেলার শিবপুর এলাকার থেকে যুবদল কর্মী ইমরান আলী (৩০) ও পাটিয়াকান্দী গ্রামের শিবির কর্মী মিঠু আলমকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হেমন্ত মোড়ে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা হামলা চালায় শিবির কর্মীরা। এতে ট্রাকের চালক ষষ্ঠি কুমার ও তার সহকারী সাহাবুর দগ্ধ হন।

তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।