ফেনীতে বোমা হামলা: যুবদলকর্মীর জবানবন্দি

ফেনীতে ম্যাজিস্ট্রেট ও দুই শিক্ষার্থীর উপর বোমা হামলার ঘটনায় পৃথক আদালতে জবানবন্দি দিয়েছেন পেট্রল বোমাসহ গ্রেপ্তার যুবদলকর্মী মো. আজিম।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 02:54 PM
Updated : 26 Jan 2015, 02:54 PM

সোমবার সন্ধ্যায় ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী ও খাইরুল আমিনের আদালতে দুইবার তিনি স্বীকবারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে।

ফেনীর অতিরিক্তি পুলিশ সুপার মো. সাইফুল হক জানান, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কাদির মিয়া ও দুই স্কুল শিক্ষার্থীর উপর বোমা হামলাসহ ৭টি নাশকতার মামলার আসামি আজিমকে সোমবার দুপুরে পৃথকভাবে ফেনীর বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী ও খাইরুল আমিনের আদালতে হাজির করা হয়।

দুই হাকিমের আদালতে তিনি ম্যাজিস্ট্রেটের উপর এবং দুই ছাত্রের উপর হামলার বিষয়ে জবানবন্দি দেন।

পরে তাকে ফেনী কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

রোববার দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের আড্ডা বাড়ি এলাকা থেকে ৭টি পেট্রলবোমা ও একটি ককটেলসহ যুবদল কর্মী মোহাম্মদ আজিমকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।

আজিম স্থানীয়ভাবে বোমা আজিম নামেও পরিচিত। তিনি শহরের পশ্চিম ডাক্তার পাড়ার হাজী ইমাম বক্স বাড়ির মো. ফরিদ আহম্মদের ছেলে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, গত ৯ জানুয়ারি শুক্রবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে দুর্বৃত্তরা বোমা হামলা করলে ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়া ও ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমানের স্ত্রী সাঈদা আফরীন মুস্তারি আহত হন।

এর আগে গত ৫ জানুয়ারি সোমবার বিকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্টে দুর্বৃত্তের ছোড়া ককটেলে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিক (১৬) ও শাহরিয়ার হৃদয় (১৫) গুরুতর আহত হয়।

ম্যাজিস্ট্রেট ও দুই শিক্ষার্থীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য অনিক ভারতের একটি হাসপাতালে রয়েছে।