না’গঞ্জে শিবির নেতার বাড়ি থেকে পেট্রোল উদ্ধার

নারায়ণগঞ্জে বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনায় হাতেনাতে আটকের পর গণপিটুনিতে আহত শিবির নেতা শিহাব উদ্দিনের বাড়ি থেকে জঙ্গি বই, পেট্রোল ও নাশকতা পরিকল্পনার ডায়েরি উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 02:17 PM
Updated : 26 Jan 2015, 02:17 PM

শিহাবের স্বীকারোক্তি অনুযায়ী রোববার রাতে তার বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত) সুব্রত হাওলাদার প্রমুখ।

এসপি মহিদ উদ্দিন জানান, গত ৫ জানুয়ারি থেকে চলমান অবরোধে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় গত দুদিনে শিবির নেতাসহ মোট নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী বিপুল সংখ্যক জঙ্গি বই, দলের সদস্য ফরম, শপথ ফরম, বোতল ভর্তি পেট্রোল, সিডি ও নাশকতা পরিকল্পনার ডায়েরি উদ্ধার করা হয়েছে।

এছাড়া পুলিশ তল্লাশি চালিয়ে নাশকতার কাজে ব্যবহারের জন্য বহন করা গান পাউডারসহ বিভিন্ন সরঞ্জামাদিও উদ্ধার করেছে।

রোববার নারায়ণগঞ্জের সিরাজদৌল্লাহ সড়কে বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে ফতুল্লা থানা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিহাব। স্থানীয়রা তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।