চাঁপাইনবাবগঞ্জে হত্যার দায়ে ৪ ভাইয়ের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় চার সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 11:48 AM
Updated : 26 Jan 2015, 11:48 AM

সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ কবিতা খানম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শিবগঞ্জ উপজেলার চককীর্তি গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে লাল মোহাম্মদ (৫০), বজলার রহমান (৪৫), মনিরুল ইসলাম (৩৫) ও শরিফ (৩০)।

এছাড়াও তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জবদুল হক।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২৯ মার্চ চককীর্তি গ্রামের একটি আম বাগানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের আমির আলীকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত চার ভাই।

ঘটনার পরদিন নিহতের বড়ভাই সাইদুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।