সাবেক সাংসদ সেলিমের দ্বিতীয় জানাজা সিরাজগঞ্জে

সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সেলিমের (৭১) দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।  

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 11:41 AM
Updated : 26 Jan 2015, 11:41 AM

সোমবার বিকালে ঢাকার বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই তাকে কবর দেওয়া হবে বলে স্বজনরা জানিয়েছেন। 

সোমবার দুপুর ১২টার দিকে জন্মভূমি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদর মাঠে তার মরদেহ আনা হয়।

প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর প্রয়াতের ছোটভাই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, একমাত্র ছেলে সেহরিন সেলিম রিপন, ভাতিজা সাবেক সাংসদ তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন।

জানাজায় হাজারো নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে জেলা প্রশাসক বিল্লাল হোসেন মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের পরই পর্যায়ক্রমে প্রশাসনের পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়াম লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

দুপুর দেড়টার দিকে ঢাকার উদ্দেশে মৃতদেহ আবারও হেলিকপ্টারে তোলা হয়।

ওই সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন।

রোববার বিকালে সংসদ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ সময় বিকাল ৫টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ড. মোহাম্মদ সেলিম ১৯৯৬ সালে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।