ডাকাতদলের গোলাগুলি, নিহত ১

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলের জেরে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 10:31 AM
Updated : 26 Jan 2015, 10:31 AM

পুলিশ বলছে, নিহত বাহার উদ্দিন স্থানীয় নাছির ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী ও একাধিক মামলার আসামি। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের আবুল হাসিমের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ূন কবির জানান, সোমবার ভোররাতে চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এরপর সকাল ১০টার দিকে স্থানীয় মোল্লাবাড়ির পাশের কৃষি মাঠ থেকে বাহারের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলে চারটি শটগানের গুলির খোসা ও অব্যবহৃত দুটি গুলি পাওয়া যায়।

স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানান, ভোররাতে কালো পোশাক ও মুখোশপরা অস্ত্রধারী ১৫/২০ জন লোক স্থানীয় করিম মোল্লাবাড়ির পাশে বাহার ও সুমন নামে দুজনকে ডেকে নিয়ে যায়। এরপর ব্যাপক গুলির আওয়াজ শুনতে পায় এলাকাবাসী।

সকালে ঘটনাস্থলে বাহারের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

ওসি হুমায়ুন আরও বলেন, "বাহার স্থানীয় নাছির ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে অস্ত্রসহ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে তিনটি মামলা রয়েছে।

“ডাকাতির টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গোলাগুলিতে বাহার উদ্দিন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।"